এবার হায়দ্রাবাদে কাজে গিয়ে কাজে যোগদানের আগেই মালদার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচক-২ নং ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের চড়কতলা এলাকায়।
জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মাইজুদ্দিন। বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ২৬ তারিখ শ্রমিকের কাজের জন্য হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাড়ি জমান। শুক্রবার তিনি সেখানে গিয়ে পৌঁছান। এরপর শনিবার সকাল থেকে তার কাজে যোগদানের কথা ছিল। কিন্তু এদিন সাত সকালেই সেখানে ঘরের মধ্যে, তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। আর এই খবর জানতে পেরেই পরিবারে কান্নাকাটি শুরু হয়। এলাকায় তৈরি হয় জোর চাঞ্চল্য। ঘটনায় মৃত শ্রমিকের পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অভিযোগ, তাকে কেউ বা কারা খুন করেছে। তবে কি কারণে খুন করল তা এখনও জানতে পারা যায়নি। সেখানকার পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্ত দাবী করেছেন পরিবারের সদস্যরা।